ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

দেশের বাজারে সোনার দাম কমলো

এবার দেশের বাজারে সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমেছে। আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।  নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি সোনার দাম ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার থেকে নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।


গত ৬ মার্চ ২২ ক্যারেটের সোনা ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভরিপ্রতি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা করেছিল বাজুস, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ads

Our Facebook Page